সংজ্ঞা এবং উদাহরণঃ
আল মামনু মিনাস সরফ হচ্ছে সেইসব اسم বা বিশেষ্য যা:
– তানবিন গ্রহণ করেনা এবং
– যখন মাজরুর হয় তখন ফাতহা দ্বারা মাজরুর হয়,
যেমনঃ
جاءَتْ فَاطِمَةُ
مَرَرْتُ بِفَاطِمَةَ
উপরের দ্বিতীয় উদাহরণটিতে লক্ষণীয় যে, তা ফাতহা দ্বারা মাজরুর হয়েছে।
তবে শুধুমাত্র দুটো ক্ষেত্রে তা কাসরা তারা মজরুর হয়,
১. যদি তার পূর্বে ال যুক্ত হয়, যেমনঃ
السُّنَّة أن نُصلِّيَ في المساجِدِ
ال যুক্ত না হলে তা হতো مَساجِدَ
২. অথবা যদি তা মুদাফ(مُضاف) হয়, যেমনঃ
صلَّيتُ في مساجِدِ القاهرةِ مُضاف না হলে তা হতো مَساجِدَ
যেসব বৈশিষ্ট্যের কারণে বিশেষ্যসমূহ (الأسماء) মামনু মিনাস সরফ হয়ঃ
১. বহুবচনঃ কিছু কিছু বিশেষ্য এর বহুবচন মামনু মিনাস সরফ হয়,
مَسجِدٌ – مساجدُ – مساجِدَ – مساجِدَ
مِصْبَحٌ – مَصابِيحُ – مصابِيجَ – مصابِيحَ
মূলতجَمْعُ تكسير এর উপরে উল্লেখিত দুই ধরনের সিগাতে (صِيغَة) মামনু মিনাস সরফ হয়,
মাঝখানে আলিফ এর পরে
১. যদি দুটি হরফ থাকে, مساجدُ
২. অথবা তিনটি হরফ থাকে যেখানে মাঝখানের হরফটিতে সুকুন থাকে, مَصابِيحُ
২. স্ত্রীবাচক বিশেষ্যঃ যে সকল স্ত্রীবাচক বিশেষ্য এর শেষে আলিফ থাকে তা মামনু মিনাস সরফ হয়, এ ধরনের আলিফ দুই প্রকার,
১. আলিফ মাকসুরাহ (مَقْصُورَة),
لَيْلى، عَطْشى، كُبْرى، صُغْرى
২. আলিফ মামদুদাহ (مَمْدُودَة),
صَحْراء، حَمْراء، كِبْرِياء
উপরে উল্লেখিত উদাহরণ সমূহে আলিফ গুলো অতিরিক্ত বা ঝায়িদাহ,
কিন্তু যদি আলিফ অতিরিক্ত বা ঝায়িদাহ না হয় তাহলে তার সরফ হবে অর্থাৎ মামনু মিনাস সরফ হবে না, যেমন,
مَلْهًى، مُسْتَشْفًى
ابتداءٌ، إنشاءٌ
৩. অনারব নামবাচক বিশেষ্যঃ সকল আনারব নামবাচক বিশেষ্য মামনু মিনাস সরফ যদি তা তিন হরফের অধিক হরফ বিশিষ্ট হয়, যথা
يُوسُفُ، ويعقوبُ، وإسحاقُ، وإبراهيمُ، وإسماعيلُ
তবে ইন হরফ বিশিষ্ট হলে তা মামনু মিনাস সরফ হবে না, যথা
نُوحٌ، لُوطٌ
বিশেষ দ্রষ্টব্যঃ
১. পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত সকল নবীদের নামই অনারব শুধুমাত্র নিম্নে বর্ণিত চার জন ব্যতীত,
هُودًا، وصالحًا، وشُعَيْبًا، ومحمَّدًا
২. সকল ফেরেশতাগনের নাম মামনু মিনাস সরফ, যথা
جبريل، وميكال، وإسرافيل…
শুধুমাত্র চার জন ব্যতীত,
مالكًا، ومُنكَرًا، ونَكِيرًا
৩. আরব এবং অনারব বিশেষ্য চেনার উপায় সমূহঃ
১. কোন দলিল বা প্রমাণ ব্যতিত সকল বিশেষ্যই আরব বলে মনে করতে হবে।
২. উলামাদের লেখনি থেকে অনারব বিশেষ্য পাওয়া যেতে পারে।
৩. অনারব বিশেষ্যসমূহ আরব বিশেষ্যে ব্যবহৃত ওজন বা গঠন থেকে ব্যতিক্রম হয়ে থাকে, যেমন
إبراهيمُ
৪. আরবি বিশেষ্য সমূহে যে হরফগুলো কখনো পরপর আসে না সেগুলো যদি পরপর পাওয়া যায়, যেমন
١. ج و ص معا
٢. ج و ق معا
٣. (نر) في البداية
٤. (دز) في النهاية
(চলবে ইনশাআল্লাহ)
One response to “মামনুʼ মিনাস্ সরফ (ممنوع من الصرف)”
May Allah bless your effort.